শনিবার সকালে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির দেখা মিললো এনসিবি-র দফতরে
Tuesday, November 2 2021, 3:50 pm
Key Highlightsশাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি শনিবার সকালে মাদক নিয়ন্ত্রক সংস্থার-র দফতরে পৌঁছলেন। সকাল সকাল তাঁর এনসিবি-র দফতরে আসার কারণ হিসেবে জানা যাচ্ছে, শাহরুখ পুত্রের অতীত চিকিৎসার নথি, তার শিক্ষাগত যোগ্যতার নথি যাচাই করার জন্যই তলব করা হয়েছে তাঁকে। পূজা শুধু শাহরুখের দীর্ঘ দিনের সহায়ক নন, আরিয়ানেরও ঘনিষ্ঠ। পূজার আগে শাহরুখের একজন গাড়িচালককেও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, আরিয়ানের ঘনিষ্ঠ কোনও ব্যক্তি তাঁকে মাদক সরবরাহ করতেন কি না, তারই অনুসন্ধান করছেন গোয়েন্দারা।
- Related topics -
- সেলিব্রিটি
- শাহরুখ খান
- আরিয়ান খান
- এনসিবি
- পূজা দাদলানি

