গুরুতর অসুস্থ করোনা কালে নার্স হয়ে জনসেবা করা অভিনেত্রী। স্ট্রোকে অসাড় শরীরের ডানদিক।

Sunday, December 13 2020, 9:09 am
highlightKey Highlights

করোনাকালে নার্সিং ডিগ্রি থাকায় গ্ল্যামারের তোয়াক্কা না করেই মানুষের সেবা করতে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী শিখা মালহোত্রা। বিনা পারিশ্রমিকে অকাতরে সেবা করে গিয়েছেন। সেই শিখা পক্ষাঘাতগ্রস্ত হয়ে হাসপাতালের বেডে চিকিৎসাধীন। খবরটি জানিয়েছেন তাঁর পিআর ম্যানেজার অশ্বিনী শুক্লা। শিখার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবিও শেয়ার করা হয়েছে। অক্টোবর মাসে শিখা নিজেও আক্রান্ত হন পরে করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন। জানা গিয়েছে, ১০ তারিখ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মুম্বইয়ের কুপার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্ট্রোকের কারণে শিখার শরীরের ডানদিক পুরো অসাড় হয়ে গিয়েছে। কথা বলার ক্ষমতা হারিয়েছেন অভিনেত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File