Sandip Ghosh | 'বিরোধী পড়ুয়াদের শায়েস্তা করতে তাঁদের যৌন হেনস্থা করা হত', সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ
Wednesday, September 18 2024, 12:22 pm
Key Highlights
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, যে সব পড়ুয়ারা সন্দীপ ঘোষের বিরোধী ছিলেন, তাঁদেরকে শায়েস্তা করতে নাকি তাঁর হাতিয়ার ছিল 'যৌন হেনস্থা'।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে ফের ভয়ানক অভিযোগ। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, যে সব পড়ুয়ারা সন্দীপ ঘোষের বিরোধী ছিলেন, তাঁদেরকে শায়েস্তা করতে নাকি তাঁর হাতিয়ার ছিল 'যৌন হেনস্থা'। দাবি করা হচ্ছে, বিরোধী পড়ুয়া, ইন্টার্ন বা পিজিটিকে শায়েস্তা করতে নাকি তাঁদের যৌন হেনস্থার ফাঁদে ফাঁসানো হত। অর্থাৎ, পড়ুয়াদের নামে ভুয়ো যৌন হেনস্থার অভিযোগ দেওয়া হত। এদিকে এক রিপোর্টে দাবি করা হয়, গবেষণাপত্র জমার 'অনুমতি' এবং পাশ করানোর জন্যে ১৫ লাক টাকা চাওয়া হয়েছিল 'তিলোত্তমা'র কাছ থেকে।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ক্রাইম