Train Cancelled | ফের যাত্রীভোগান্তির আশঙ্কা! টানা ৭ ঘন্টা শিয়ালদহ-ডানকুনি শাখায় চলবেনা একাধিক ট্রেন

লাইন মেরামতির কাজের জন্য টানা ৭ ঘন্টা শিয়ালদহ ডানকুনি শাখায় বাতিল থাকবে একাধিক ট্রেন।
রেল সূত্রে খবর, শনিবার শিয়ালদহ ডানকুনি শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল দমদম জংশন লাগোয়া অংশে লাইনে মেরামতির কাজ হবে। তাই শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত ওই শাখায় মোট পাঁচ জোড়া শিয়ালদহ ডানকুনি ট্রেন বাতিল করা হয়েছে। লাইন মেরামতের জেরে শিয়ালদা বনগাঁ আপ ও ডাউন লোকাল এবং শিয়ালদা হাবড়া আপ ও ডাউন লোকালও বাতিল রাখা হয়েছে। গতিপথ বদল হয়েছে একাধিক দুরপাল্লার ট্রেনেরও।