Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
Wednesday, March 26 2025, 5:25 am

সাঁতরাগাছিতে ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজের জন্য ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
সাঁতরাগাছিতে ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কিছু লোকাল ট্রেনের গন্তব্য হাওড়া হলেও, কিছু ট্রেন সাঁতরাগাছি অবধি যাবে কিংবা সাঁতরাগাছি থেকে ছাড়বে। ৩ মে ও ৫ মে 38402 পাঁশকুড়া:হাওড়া EMU সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে। 38905/38908 হাওড়া:আমতা:হাওড়া EMU সাঁতরাগাছি থেকে ছাড়বে, ফিরবে সাঁতরাগাছিতেই। এছাড়াও ২ মে থেকে ১৮ মে পর্যন্ত বাতিল পুরী:শালিমার উইকলি স্পেশাল, সাঁতরাগাছি:পুরুলিয়া:হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস ইত্যাদি।
- Related topics -
- রাজ্য
- হাওড়া জেলা
- সাঁতরাগাছি
- স্পেশাল ট্রেন বাতিল
- ট্রেন বাতিল
- ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- লোকাল ট্রেন