Train Cancelled-Sealdah | ২৩ ঘণ্টার পাওয়ার ব্লক! রবিতে নৈহাটি, বারাসত, বনগাঁ শাখায় একাধিক ট্রেন বাতিল!
Thursday, January 22 2026, 5:27 pm

Key Highlightsরেলের তরফে জানানো হয়েছে, রেলযাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই রক্ষণাবেক্ষণের কাজ হবে।
২৪ জানুয়ারি, শনিবার রাত ১০টা থেকে ২৫ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত কাঁকুড়গাছি এবং বালিগঞ্জ স্টেশনের মধ্যে আপ ও ডাউন কর্ড লাইনে কাজ চলবে। এর জেরে একাধিক ট্রেন বাতিল হয়েছে। বাতিল হয়েছে বজবজ নৈহাটি লোকাল ৩১০৫৩ আপ, নৈহাটি শিয়ালদহ লোকাল ৩১৪২২ ডাউন, ৩১৪৪২ ডাউন, ৩১৪৪৬ ডাউন / ৩১৪৩১ আপ, মধ্যমগ্রাম মাঝেরহাট লোকাল ৩০৩৫৮ ডাউন / ৩০৩৫৭ আপ, ক্যানিং বারাসত লোকাল ৩৩০৬১ আপ, নৈহাটি মাঝেরহাট লোকাল ৩০১৫২ ডাউন, ৩০১৫৪ ডাউন / ৩০১২৩ আপ, মাঝেরহাট রানাঘাট লোকাল ৩০১৩৫ আপ, বজবজ শিয়ালদহ লোকাল ৩৪১৫৭ আপ, ৩৪১১৭ আপ, মাঝেরহাট হাসনাবাদ লোকাল ৩০৩২১ আপ।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- শিয়ালদহ
- শিয়ালদহ স্টেশন
- লোকাল ট্রেন
- স্পেশাল ট্রেন বাতিল
- ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- ২০০ লোকাল ট্রেন
- স্থানীয় ট্রেন পরিষেবা


