Train Cancelled-Sealdah | ২৩ ঘণ্টার পাওয়ার ব্লক! রবিতে নৈহাটি, বারাসত, বনগাঁ শাখায় একাধিক ট্রেন বাতিল!

Thursday, January 22 2026, 5:27 pm
Train Cancelled-Sealdah | ২৩ ঘণ্টার পাওয়ার ব্লক! রবিতে নৈহাটি, বারাসত, বনগাঁ শাখায় একাধিক ট্রেন বাতিল!
highlightKey Highlights

রেলের তরফে জানানো হয়েছে, রেলযাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই রক্ষণাবেক্ষণের কাজ হবে।


২৪ জানুয়ারি, শনিবার রাত ১০টা থেকে ২৫ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত কাঁকুড়গাছি এবং বালিগঞ্জ স্টেশনের মধ্যে আপ ও ডাউন কর্ড লাইনে কাজ চলবে। এর জেরে একাধিক ট্রেন বাতিল হয়েছে। বাতিল হয়েছে বজবজ নৈহাটি লোকাল ৩১০৫৩ আপ, নৈহাটি শিয়ালদহ লোকাল ৩১৪২২ ডাউন, ৩১৪৪২ ডাউন, ৩১৪৪৬ ডাউন / ৩১৪৩১ আপ, মধ্যমগ্রাম মাঝেরহাট লোকাল ৩০৩৫৮ ডাউন / ৩০৩৫৭ আপ, ক্যানিং বারাসত লোকাল ৩৩০৬১ আপ, নৈহাটি মাঝেরহাট লোকাল ৩০১৫২ ডাউন, ৩০১৫৪ ডাউন / ৩০১২৩ আপ, মাঝেরহাট রানাঘাট লোকাল ৩০১৩৫ আপ, বজবজ শিয়ালদহ লোকাল ৩৪১৫৭ আপ, ৩৪১১৭ আপ, মাঝেরহাট হাসনাবাদ লোকাল ৩০৩২১ আপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File