Train Cancel | রবিবার হাওড়া সেকশনে বাতিল একাধিক ট্রেন! পরিবর্তন ট্রেনের সময়সূচিও

Saturday, November 23 2024, 5:54 pm
Train Cancel | রবিবার  হাওড়া সেকশনে বাতিল একাধিক ট্রেন! পরিবর্তন ট্রেনের সময়সূচিও
highlightKey Highlights

পূর্ব রেল সূত্রে খবর, রেলের ট্র্যাক ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের কাজের জন্যে বাতিল একাধিক ট্রেন!


সপ্তাহান্তে, রবিবার হাওড়া সেকশনে বাতিল বেশ কিছু ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, রেলের ট্র্যাক ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের কাজের জন্যে বাতিল ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল (৩৭৭৪৯), কাটোয়া থেকে হাওড়া লোকাল (৩৭৭৪৮), হাওড়া থেকে বর্ধমান লোকাল (৩৬৮২৫), হাওড়া থেকে আরামবাগ লোকাল (৩৭৩৬৭), বর্ধমান থেকে হাওড়া লোকাল (৩৬৮৪২), আরামবাগ থেকে হাওড়া লোক (৩৭৩৯৮), তারকেশ্বর থেকে হাওড়া লোকাল (৩৭৩৪৬)। এছাড়াও হাওড়া বর্ধমান কর্ড লাইন, হাওড়া ব্যান্ডেল, বর্ধমান হাওড়া সহ আরও কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File