Local Train Cancelled | মেরামতির কাজের জন্য শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক ট্রেন
Saturday, August 10 2024, 9:19 am
Key Highlightsসপ্তাহান্তে শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক ট্রেন। রেল সূত্রে খবর, লাইনের মেরামতির কাজের জন্য একাধিক ট্রেন বাতিল থাকবে।
সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় ফের বাতিল একাধিক ট্রেন। রেল সূত্রে খবর, লাইনের মেরামতির কাজের জন্য শনিবার রাত বারোটা থেকে পরের দিন অর্থাৎ রবিবার সকাল ছটা পর্যন্ত শিয়ালদহ থেকে একাধিক ট্রেন বাতিল থাকবে। রাতে ও ভোরে বাতিল থাকবে দু জোড়া বনগাঁ লোকাল, পাঁচ জোড়া ডানকুনি লোকাল, এক জোড়া করে বারাসত লোকাল, দত্তপুকুর লোকাল হাসনাবাদ লোকাল। বাতিল থাকবে একটি করে নৈহাটি, বিবাদী বাগ লোকাল। এছাড়া দশটি লোকাল ট্রেন স্বল্প দূরত্বে চলবে, ঘুরপথেও চলবে বেশ কিছু ট্রেন।
- Related topics -
- ভারতীয় রেল
- ট্রেন
- ট্রেন বাতিল
- লোকাল ট্রেন
- শিয়ালদহ

