Cocaine in Sharks । মাদকাসক্ত সামুদ্রিক প্রাণীরাও! ব্রাজিলের একাধিক হাঙরদের শরীরে মিললো উচ্চমাত্রায় কোকেন
ব্রাজিল উপকূলে মাদক পরীক্ষায় একাধিক হাঙরের শরীরে কোকেন পাওয়া গিয়েছে।
কেবল মানুষ নয়, বর্তমানে মাদকাসক্ত হয়ে সামুদ্রিক প্রাণীরাও। বিজ্ঞানীদের আশঙ্কা সত্যি করেই ব্রাজিল উপকূলে মাদক পরীক্ষায় একাধিক হাঙরের শরীরে কোকেন পাওয়া গিয়েছে। রিও ডি জেনিরোর কাছে উপকূলে ১৩টি শার্পনোজ হাঙরকে নিয়ে পরীক্ষা চালানো হয়। আর তাতেই হাঙরদের শরীরে উচ্চমাত্রায় কোকেনের উপস্থিতি ধরা পড়ে। কীভাবে হাঙরের পেটে কোকেন পৌঁছে যাচ্ছে, তা যদিও স্পষ্ট ভাবে জানা যায়নি এখনও পর্যন্ত। কিন্তু এভাবে চললে, আগামী দিনে সামুদ্রিক বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্রাজিল
- গবেষণা