Howrah | হাওড়ার একাধিক রাস্তায় লোহার ব্যারিকেড, কন্টেনার! নবান্ন অভিযানের জন্য বিচ্ছিন্ন হতে পারে কলকাতা-হাওড়ার যোগাযোগ!

Saturday, August 9 2025, 5:52 am
highlightKey Highlights

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়া শহরকে। বেলা বাড়তে কলকাতা ও হাওড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আজ, শনিবার নবান্ন অভিযানকে ঘিরে সতর্ক পুলিশ প্রশাসন। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়া শহরকে। বেলা বাড়তে কলকাতা ও হাওড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে হাওড়া ময়দানের জিটি রোডের উপর ১০ ফুট উঁচু লোহার ব্যারিকেড,কন্টেনার বসানো হয়েছে। রাখা হয়েছে জলকামানও। একই পরিস্থিতি হাওড়ার ফোরশোর রোড, আন্দুল রোড এবং সাঁতরাগাছিতে। শিবপুর, ব্যাতাইতলা, মন্দিরতলা, কাজিপাড়া এলাকায় লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে। কিছু জায়গায় রয়েছে বাঁশ ও টিনের ব্যারিকেডও। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File