আন্তর্জাতিক

Elon Musk's X | ইলন মাস্কের X-এ হঠাৎ বিপত্তি, শনিবার সন্ধ্যায় ভোগান্তিতে একাধিক ইউজার

Elon Musk's X | ইলন মাস্কের X-এ হঠাৎ বিপত্তি, শনিবার সন্ধ্যায় ভোগান্তিতে একাধিক ইউজার
Key Highlights

শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন একাধিক নেটিজ়েন।

শনিবারের সন্ধ্যায় নেটওয়ার্ক বিপত্তি। এই সন্ধ্যা ৬টা নাগাদ ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ব্যবহার করতে গিয়ে ভোগান্তি পোহাতে হলো ইউজারদের। এদিন নতুন পোস্ট রিলোড করতে গেলেই ‘কিছু সমস্যা রয়েছে, আবার রিলোডের চেষ্টা করুন’ এই মেসেজ দেখানো হচ্ছিলো ব্যবহারকারীদের। উল্লেখ্য, শুক্রবারও নিজের একাউন্ট লগ ইন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন ব্যাবহারকারীরা। ওদিনও টেকনিক্যাল সমস্যা দেখা গিয়েছিল এক্স হ্যান্ডলে। তবে এই নিয়ে এক্স এর টিম থেকে কোনো বক্তব্য জানানো হয়নি।