Sealdah Division | সপ্তাহান্তে ট্রেনে ভোগান্তি! শিয়ালদহ ডিভিশনে পৌনে দশ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল
Friday, February 7 2025, 9:25 am
Key Highlightsশনিবার রাত সওয়া দশটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে।
সপ্তাহ শেষে ভোগান্তি ট্রেন যাত্রীদের। শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন। শনিবার রাত সওয়া দশটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে। যার ফলে শিয়ালদহ বাসুলডাঙা ব্রিজের গার্ডার পরিবর্তনের জন্য প্রায় পৌনে দশ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। পূর্ব রেল জানিয়েছে,শনিবার রাতে ৩৪৮৬০ ও ৩৪৮৫৬ ডাউন এবং আপ ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার লোকাল এবং রবিবার আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ ডায়মন্ড হারবার লোকাল বাতিল করা হয়েছে। অন্যদিকে ডাউন ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ ডায়মন্ড হারবার লোকাল বাতিল থাকছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা
- শিয়ালদহ
- শিয়ালদহ
- লোকাল ট্রেন
- ট্রেন
- ট্রেন বাতিল

