Local Train Cancelled | শুক্রে শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন, চলবে মেরামতির কাজ, দেখে নিন তালিকা

বিশেষ মেরামতির কাজের জন্য বাতিল করা হচ্ছে একাধিক লোকাল ট্রেন। বুধবারই এই ঘোষণা করা হয়েছে রেলের তরফে।
পূর্ব রেল সূত্রে খবর, ১২ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার রাত ১১টা ৩০ মিনিট থেকে পরের দিন ভোর ৩টে ৩০ মিনিট পর্যন্ত বন্ধ রাখা হবে বিধান নগর ও শিয়ালদহের মাঝে থাকা এক নম্বর ব্রিজের ৫ নম্বর লাইন। এর জেরে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। বাতিল ট্রেনের তালিকা: ৩২২৪৯ শিয়ালদহ টু ডানকুনি লোকাল, ৩২২৫২ ডানকুনি টু শিয়ালদহ লোকাল, ৩১৪৪৭ শিয়ালদহ টু নৈহাটি লোকাল, ৩১৪৫০ নৈহাটি টু শিয়ালদহ লোকাল। এছাড়া আজ ৩১৫৪২ শান্তিপুর টু শিয়ালদহ লোকাল এবং কাল ৩১৫১১ শিয়ালদহ টু শান্তিপুর লোকাল ব্যারাকপুর পর্যন্ত চালানো হবে।