Howrah Local | হাওড়া ডিভিশনে হবে রক্ষনাবেক্ষনের কাজ, ৬ দিন বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন

Friday, September 19 2025, 2:36 am
Howrah Local | হাওড়া ডিভিশনে হবে রক্ষনাবেক্ষনের কাজ, ৬ দিন বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন
highlightKey Highlights

হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।


১৯ তারিখ, শুক্রবার থেকে আগামী ২৪ তারিখ, বুধবার পর্যন্ত হাওড়া ডিভিশনে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ হবে। এর জেরে ব্যান্ডেল কাটোয়া শাখায়, ধাত্রীগ্রাম, অম্বিকা, কালনা, গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে, ডাউন ব্যান্ডেল, আজিমগঞ্জ, কাটোয়া লাইনে টানা ৬দিন ৩ ঘণ্টা ধরে ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। বাতিল হয়েছে ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ ও কাটোয়া থেকে ৩৭৭৪৮ নম্বরের লোকাল ট্রেন। অন্য দিকে, ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকালটি ১৯-২৪ সেপ্টেম্বর পর্যন্ত কাটোয়া ও ধাত্রীগামের মধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File