Grammy-Oscar | 'আগে বিপদ থেকে মুক্তি, তারপর অনুষ্ঠান'! পিছিয়ে দেওয়া হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-গ্র্যামি সহ একাধিক অনুষ্ঠান
Tuesday, January 14 2025, 3:49 am
Key Highlights
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, গ্র্যামি সহ একাধিক অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হলো। 'আগে বিপদ থেকে মুক্ত হোক, তারপর অনুষ্ঠান' এই মন্ত্রেই বিশ্বাসী কর্তৃপক্ষ।
এখনও জ্বলছে লস অ্যাঞ্জেলসের দাবানলের আগুন। পুড়ে গিয়েছে অসংখ্য বাড়ি, গাড়ি,জমি। মৃত্যু হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, গ্র্যামি সহ একাধিক অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হলো। 'আগে বিপদ থেকে মুক্ত হোক, তারপর অনুষ্ঠান' এই মন্ত্রেই বিশ্বাসী কর্তৃপক্ষ। অস্কার অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে ডলবি থিয়েটারে ২ মার্চ পুরস্কার প্রদান অনুষ্ঠান। সান্টা মোনিকায় ‘ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডস’ ১২ তারিখের বদলে আয়োজন করা হচ্ছে ২৬ জানুয়ারি।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিনোদন
- অস্কার পুরস্কার
- অস্কার মনোনয়ন
- দাবানল