Kumortuli Case | চুরির দায়ে খেটেছিলেন ৪ দিনের জেল! কুমোরটুলি কাণ্ডে ধৃত ফাল্গুনীর নামে আগের থেকেই অভিযোগ!

Wednesday, February 26 2025, 2:07 pm
Kumortuli Case | চুরির দায়ে খেটেছিলেন ৪ দিনের জেল! কুমোরটুলি কাণ্ডে ধৃত ফাল্গুনীর নামে আগের থেকেই অভিযোগ!
highlightKey Highlights

শিলিগুড়ি থানার পুলিশ ফাল্গুনী ঘোষকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।


কুমোরটুলি কাণ্ডে ধৃত ফাল্গুনী ঘোষ আগেও করেছিলেন অপরাধ। পুলিশ সূত্রে খবর, এর আগে শিলিগুড়ি থানার পুলিশ ফাল্গুনী ঘোষকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছে, মামাশ্বশুরের বাড়িতে ঘুরতে এসে মামীশাশুড়ির সোনার গয়না সমেত ২৫ হাজার টাকা চুরি করে ফাল্গুনী। খেটেছিলেন চার দিন জেলও। এরপর জামিনে মুক্ত হয়ে অসমে শ্বশুরবাড়িতে ফিরে স্বামী ও শশুড়বাড়ির সদস্যদের সঙ্গে ঝামেলা করে মধ্যমগ্রামে চলে আসে ফাল্গুনী। সেখানে এসে স্বামী সহ শশুড়বাড়ির সদস্যদের বিরুদ্ধে পাল্টা বধূ নির্যাতনের মামলা দায়ের করে সে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File