Digha | রথযাত্রায় দিঘায় ভিড় সামলাতে যাচ্ছেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরাও!
Wednesday, June 25 2025, 8:56 am
Key Highlightsভক্তদের ভিড় সামাল দিতে দিঘায় থাকছেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরা।
কাল বাদে পরশু রথ যাত্রা। সেই কারণে ইতিমধ্যে সাজসাজ রব দিঘার জগন্নাথ মন্দিরে। আশা করা হচ্ছে, রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে দিঘায়। আর সেইজন্যই ভক্তদের ভিড় সামাল দিতে দিঘায় থাকছেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরা। লালবাজার সূত্রে খবর, ভক্তদের ভিড় সামলাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ১০ জন সার্জেন্টকে দিঘায় পাঠানো হয়েছে। আজ ২৫ জুন ওই ১০ জন সার্জেন্ট দিঘায় যাবেন। আগামী ২৭ জুন পর্যন্ত তাঁরা দিঘায় ডিউটি করবেন। মনে করা হচ্ছে দিঘায় রথযাত্রা উপলক্ষে ২ লক্ষ ভক্ত সমাগম হতে পারে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- দিঘা
- মন্দির
- জগন্নাথ মন্দির
- রথযাত্রা
- কলকাতা পুলিশ

