Share Market | প্রথমবারের জন্য ৮২ হাজারের গণ্ডি টপকালো সেনসেক্স! ২৫ হাজার পেরিয়েছে নিফটি
Thursday, August 1 2024, 6:42 am
Key Highlightsস্টক মার্কেটের নয়া রেকর্ড সেনসেক্সে। প্রথমবারের জন্য ৮২ হাজারের গণ্ডি টপকালো সেনসেক্স।
স্টক মার্কেটের নয়া রেকর্ড সেনসেক্সে। প্রথমবারের জন্য ৮২ হাজারের গণ্ডি টপকালো সেনসেক্স। এদিকে, ২৫ হাজার পেরিয়ে গিয়েছে নিফটি। ফলে অগস্টের মাস পয়লার স্টকে লগ্নিকারীরা যে বাম্পার রিটার্ন পেতে চলেছেন। এ দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক প্রথমবারের জন্য ২৫ হাজার ছুঁয়ে ফেলায় একলাফে অনেকটা বেড়ে যায় মারুতি সুজুকি, কোল ইন্ডিয়া, হিন্দালকো, জেএসডব্লু স্টিল ও পাওয়ার গ্রিডের শেয়ারের দর। তবে স্টকের গ্রাফ নিম্নমুখী ছিল এম অ্যান্ড এম, বিপিসিএল,হিরো মোটোকর্প, সান ফার্মা ও আইশার মোটর্সের।
- Related topics -
- অর্থনৈতিক
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার
- সেনসেক্স

