বাণিজ্য

Stock Market | ৭৯ হাজারের নীচে নেমে গিয়েছে ভারতের শেয়ার বাজারের অন্যতম প্রধান সূচক

Stock Market | ৭৯ হাজারের নীচে নেমে গিয়েছে ভারতের শেয়ার বাজারের অন্যতম প্রধান সূচক
Key Highlights

সপ্তাহের শেষেও ভারতীয় শেয়ার বাজারে ধস, সেনসেক্স ৮০,০০০ এর নীচে।

অব্যাহত শেয়ার বাজারের পতন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ নিম্নগামী। সপ্তাহ জুড়ে কমতে কমতে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স নেমে গিয়েছে ৮০ হাজারের নীচে। শুক্রবার সেনসেক্স ৬৬৩ কমে ৭৯ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। অক্টোবর মাসের এ সপ্তাহে সেনসেক্স পড়েছে প্রায় ২ শতাংশ। আগের মাসের ২৫ তারিখের তুলনায় পতন সাড়ে ৬ শতাংশ। ৮৫ হাজার থেকে সাড়ে ৭৯ হাজারের নীচে নেমে গেছে ভারতের শেয়ার বাজারের অন্যতম প্রধান সূচক।