Share Market | বাজেট প্রকাশ করার আগেই সেনসেক্স-নিফটিতে ঊর্ধ্বগতি! লাভ হতে পারে রেল ও প্রতিরক্ষার রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলির স্টকে
Tuesday, July 23 2024, 6:09 am
Key Highlights
সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার আগে এদিন সকালেই সেনসেক্স-নিফটিতে দেখা গিয়েছিল ঊর্ধ্বগতি।
সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার আগে এদিন সকালেই সেনসেক্স-নিফটিতে দেখা গিয়েছিল ঊর্ধ্বগতি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুই শেয়ার সূচকেই দেখা গিয়েছে মহাপতন। ব্রোকারেজ ফার্মগুলির তথ্য অনুযায়ী, এ দিন বাম্পার লাভ হতে পারে রেল ও প্রতিরক্ষার রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলির স্টকে। এছাড়া নবরত্ন সংস্থাগুলির শেয়ারের গ্রাফ দিনভর ঊর্ধ্বমুখী থাকার রয়েছে সম্ভাবনা। উল্লেখ্য, বাজেটে সার ও কৃষি ক্ষেত্র নিয়ে একাধিক ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মাল সীতারমন। ফলে দুপুরের পর এই ধরনের সংস্থাগুলির শেয়ারে বুলিশ ট্রেন্ড দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।