Stock Market | সর্বকালীন রেকর্ড থেকে ১২,৭৮০ পয়েন্ট নীচে নামলো সেনসেক্স!

Friday, February 28 2025, 1:28 pm
highlightKey Highlights

দুপুর গড়াতে গড়াতে সেনসেক্স প্রায় ১৩০০ পয়েন্ট পড়ে যায়। আজ ১.৮৯ শতাংশ পতন হয় সেনসেক্সে।


সর্বকালীন রেকর্ড থেকে ১২,৭৮০ পয়েন্ট নীচে নামলো সেনসেক্স পয়েন্ট। এদিন দুপুর গড়াতে গড়াতে সেনসেক্স প্রায় ১৩০০ পয়েন্ট পড়ে যায়। আজ ১.৮৯ শতাংশ পতন হয় সেনসেক্সে। এর জেরে শেয়ার বাজারে লেনদেন শেষ হতে হতে সেনসেক্স গিয়ে ঠেকে ৭৩,১৯৮.১০ পয়েন্টে। গত ৬ মাসে সেনসেক্সের পতন হয়েছে ৮.৬৯ শতাংশ। এদিকে আজ নিফটি ৪০০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়ে ২২,১০০র কিছুটা ওপরে ছিল। গত ৫২ সপ্তাহে সেনসেক্স সর্বোচ্চ ২৬,২৭৭.৩৫ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে প্রায় ৪০০০ হাজার পয়েন্ট নেমেছে সেনসেক্স।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File