Share Market | মার্কিন বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তা! ১০০০ পয়েন্টেরও বেশি পড়লো সেনসেক্স!

আজ বম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স ১০০০ পয়েন্টেরও বেশি পতন ঘটেছে।
শুল্ক আরোপের ঘোষণার আবহে মার্কিন বাণিজ্য নীতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সোমবারের পর মঙ্গলবারও ভরাডুবি শেয়ার বাজারে। আজ বম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স ১০০০ পয়েন্টেরও বেশি পতন ঘটেছে। লেনদেন শেষ হওয়ার সময় গতকালকের তুলনায় সেনসেক্স ১০১৮.২০ পয়েন্ট নীচে ছিল। এর জেরে সেনসেক্স গিয়ে ঠেকে ৭৬,২৯৩.৬০ পয়েন্টে। এদিকে আজ নিফটি পড়েছে ৩০৯.৮০ পয়েন্ট। তবে শেয়ার বাজারের পতনের মধ্যেও লাভের মুখ দেখেছে হ্যাপিয়েস্ট মাইন্ডস, টিমকেন ইন্ডিয়া, চোলামণ্ডলম ফিন্যানশিয়াল হোল্ডিংসের মতো স্টকগুলো।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার
- সেনসেক্স
- অর্থনীতি
- অর্থনৈতিক