Share Market | সোমবার শেয়ার বাজার খুলতেই ৮২ হাজারের সূচক পার করলো সেনসেক্স, রেকর্ড গড়লো নিফটিও
Monday, September 2 2024, 6:15 am
Key Highlights
সোমবার শেয়ার বাজার খুলতেই সেনসেক্স সূচক ৮২,৭২৫.২৮ এ পৌঁছয়। এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ সূচক।
বাজার খুলতেই হু হু করে চড়ল সেনসেক্সের পারদ। সোমবার শেয়ার বাজার খুলতেই সেনসেক্স সূচক ৮২,৭২৫.২৮ এ পৌঁছয়। এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ সূচক। নিফটি৫০ ও সর্বোচ্চ বেড়ে দাঁড়িয়েছে ২৫,৩৩৩.২৮ এ। সকালে শেয়ার বাজার খুলতেই বিএসই সেনসেক্স ১৫৫.৩২ সূচক বেড়ে ৮২,৫২১.০৯ অঙ্কে পৌঁছয়। এনসিই নিফটি৫০ সূচক ৭৭.০ অঙ্ক বেড়ে ২৫,৩১৩.১০ অঙ্কে পৌঁছয়।সেনসেক্স নিফটি ঊর্ধ্বমুখী হতেই লাভের মুখ দেখেছে হিরো মোটোকর্প, বাজাজ অটো, এইচডিএফসি লাইফ, টাটা কনজিউমার প্রোডাক্ট ও এসবিআই লাইফের শেয়ারও।
- Related topics -
- বাণিজ্য
- শেয়ার বাজার
- সেনসেক্স