Share Market | নয়া রেকর্ড দালাল স্ট্রিটে! ৮৫ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স, নিফটি পৌঁছে গিয়েছে ২৫,৯৬৮তে
মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেও ভারতের শেয়ার বাজার নতুন উচ্চতায়, এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গে ৮৫ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটও।
মঙ্গলবার নতুন রেকর্ড গড়লো শেয়ার বাজার। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গে ৮৫ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটও। সকাল ১০টা ৫ নাগাদ বিএসই সেনসেক্স ৮০.৭৪ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৮৫,০০৯.৩৫ এ। পাশাপাশি নিফটি ২৯.১৫ পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছে ২৫,৯৬৮তে। নিফটি ৫০টির যে সব স্টকগুলিতে ব্যাপক উত্থান চোখে পড়েছে সেগুলি হল, টাটা স্টিল, পাওয়ার গ্রিড, জেএসডব্লু স্টিল। পাশাপাশি কোটাক মাহিন্দ্রা, আল্ট্রাটেক সিমেন্ট, বাজাজ ফিনান্সের মতো স্টকগুলি নেগেটিভ রিটার্ন দিয়েছে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অর্থনীতি
- শেয়ার বাজার
- সেনসেক্স