Kumartuli Ghat Case | বিবাদের সময় ইট দিয়ে ঘাড়ে-মুখে আঘাত, পরে বঁটি দিয়ে গোড়ালি কাটে মা-মেয়ে! কুমোরটুলি-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য!
Tuesday, February 25 2025, 9:49 am
Key Highlightsমঙ্গলবার কুমোরটুলি ঘাট থেকে ট্রলি ভর্তি কাটা দেহ সহ গ্রেফতার হন মা ও মেয়ে, আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ।
মঙ্গলবার কুমোরটুলি ঘাট থেকে ট্রলি ভর্তি কাটা দেহ সহ গ্রেফতার হন মা ও মেয়ে, আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ। মৃতদেহটি ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ির। পুলিশ সূত্রে খবর, সোমবার ফাল্গুনীর বাড়িতে গিয়েছিলেন তার পিসি শাশুড়ি সুস্মিতা। এরপর বিকেলে সুস্মিতার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে ফাল্গুনী। সেই সময়েই দেওয়ালে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যান সুস্মিতা। পরে তাঁর জ্ঞান ফিরলে ফাল্গুনীর সঙ্গে ফের হাতাহাতি হয়। সেই সময়েই ইট দিয়ে শাশুড়িকে আঘাত করে ফাল্গুনী। এরপর বঁটি দিয়ে সুস্মিতার পায়ের গোড়ালি কাটে অভিযুক্ত মা ও মেয়ে।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- খুন
- পুলিশ

