Doctor Protest | এবার 'গণ ইস্তফা' দিলেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা

Wednesday, October 9 2024, 8:28 am
highlightKey Highlights

মহাষষ্ঠীর সকালে আরজিকর ঘটনার বিচারের দাবিতে এবং ১০ দফা দাবিপূরণের দাবিতে 'গণ ইস্তফা' দিলেন সিনিয়র চিকিৎসকরা।


আরজিকরের পর এবার কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ। মহাষষ্ঠীর সকালে আরজিকর ঘটনার বিচারের দাবিতে এবং ১০ দফা দাবিপূরণের দাবিতে 'গণ ইস্তফা' দিলেন সিনিয়র চিকিৎসকরা। সূত্রের খবর, ইতিমধ্যেই স্বাস্থ্যদপ্তরে মেল করা হয়েছে। অন্যদিকে, একই পথে হাঁটলেন মেদিনীপুর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররাও। 'ইস্তফা' দিয়ে তাঁদের বক্তব্য, 'জুনিয়র ডাক্তারদের আন্দোলন যথার্থ। রাজ্য কোনও সদর্থক ভূমিকা নিচ্ছে না।' উল্লেখ্য, এর আগে মঙ্গলবার প্রতীকী 'গণ ইস্তফা' দিয়েছিলেন আর জি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক। বুধবার দেশজুড়ে চিকিৎসকরা প্রতীকী অনশনে সামিল হয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File