প্রয়াত ২০০২ বিশ্বকাপের সেনেগালের অন্যতম সেরা ফুটবলার পাপা বৌবা দিওপ ।
Monday, November 30 2020, 11:54 am
Key Highlights২০২০ সালটি জানো কেবল হারানোর সময়, কেড়ে নিচ্ছে একের পর এক নক্ষত্র । চলে গেলেন ২০০২ বিশ্বকাপের সেনেগালের অন্যতম সেরা খেলোয়াড় পাপা বৌবা দিওপ। মাত্র ৪২ বছর বয়সে মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন বলে জানা যাচ্ছে। ২০০২ বিশ্বকাপে রূপকথার দৌড় দৌড়েছিল সেনেগাল। নিজেদের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দেয় সেনেগালের পাপা বৌবা ডিওপ। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত ৬৫ বার ডিওপ সেনেগালের প্রতিনিধিত্ব করেন। তিনি দেশের হয়ে ১১টি গোল করেছেন। ক্লাব ফুটবলেও তিনি বেশ সুনামের সঙ্গে খেলেছেন। ডিওপ ফুলহ্যাম, পোর্টসমাউথ, ওয়েস্ট হ্যাম ও বার্মিংহ্যাম সিটির মতো ক্লাবে খেলেছেন।