Puja Committee | পুজো অনুদান বাবদ রাজ্য সরকারের ৮৫ হাজার টাকা দিয়েই মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ! অভিনব সিদ্ধান্ত পুজো কমিটির

Friday, August 23 2024, 6:35 am
Puja Committee | পুজো অনুদান বাবদ রাজ্য সরকারের ৮৫ হাজার টাকা দিয়েই  মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ! অভিনব সিদ্ধান্ত পুজো কমিটির
highlightKey Highlights

এবার এই অনুদান নিয়ে অভিনব সিদ্ধান্ত নিলো পূর্ব কলকাতার ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘের সদস্যরা।


আর জি কর কাণ্ডের পর রাজ্যের পুজোর অনুদান অনেক পুজো কমিটি প্রত্যাখ্যান করেছে বলে খবর উঠে আসে। তবে এবার এই অনুদান নিয়ে অভিনব সিদ্ধান্ত নিলো পূর্ব কলকাতার ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘের সদস্যরা। তারা জানিয়েছে, পুজো অনুদান বাবদ রাজ্য সরকারের ৮৫ হাজার টাকা থেকেই মেয়েদের কিনে দেওয়া হবে পেপার স্প্রে, নানচাকু, সেল্ফ ডিফেন্স স্টিক, জোরালো টর্চ। তাদের পুজো প্রাঙ্গনের পাশের মাঠে এবার মেয়েদের ক্যারাটে শেখানো হবে যা তাদের ইভটিজারদের হাত থেকে নিজেদের সুরক্ষিত করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File