দেশ

Indian Navy | চলছিল সুরক্ষা অভিযান, ভারতীয় নৌবাহিনীর তৎপরতায় আটক ২৫০০কেজি মাদক!

Indian Navy | চলছিল সুরক্ষা অভিযান, ভারতীয় নৌবাহিনীর তৎপরতায় আটক ২৫০০কেজি মাদক!
Key Highlights

ভারত মহাসাগরের বুকে ভারতীয় নৌবাহিনীর অভিযান। আর তার জেরেই জালে ধরা পড়ল আড়াই হাজার কেজি মাদকের সম্ভার।

সারা দেশে চলছে মাদকবিরোধী অভিযান। এদিন সীমান্ত লাগোয়া ভারত মহাসাগর এলাকায় টহল দিচ্ছিলো ভারতীয় নৌসেনার একটি বিমান। হঠাৎ একটি সন্দেহজনক ভেসেলের গতিবিধি নজরে পড়ে P8I বিমানের। সঙ্গে সঙ্গে আইএনএস তার্কিশকে খবর দেয় আকাশযানটি। ভেসেলকে আটক করে তল্লাশি চালাতেই একাধিক মুখ বন্ধ প্যাকেটে পাওয়া যায়। প্যাকেটের মধ্যে ছিল মোট ২৫০০ কেজি মাদক, ২৩৮৬ কেজি হাশিশ এবং ১২১ কেজি হেরোইন। ওই নৌযানে থাকা কর্মীদের আটক করে তাদের ভবিষ্যত পরিকল্পনা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।