S Jaishankar | বাড়ানো হলো বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা! থাকবে বুলেটপ্রুফ গাড়ি, বাড়িতেও আঁটসাট নিরাপত্তা!

Wednesday, May 14 2025, 5:34 am
highlightKey Highlights

বাড়ানো হলো বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা। এবার থেকে এস জয়শঙ্করের কনভয়ে থাকবে বুলেটপ্রুফ গাড়ি, তাঁর দিল্লির বাড়িতেও আরও আঁটসাট করা হয়েছে নিরাপত্তা।


বাড়ানো হলো বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা। এবার থেকে এস জয়শঙ্করের কনভয়ে থাকবে বুলেটপ্রুফ গাড়ি, তাঁর দিল্লির বাড়িতেও আরও আঁটসাট করা হয়েছে নিরাপত্তা। জানা গিয়েছে, বিদেশমন্ত্রী জয়শঙ্কর আগে থেকেই জেড ক্যাটিগরির নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তায় ২৪x৭ মোতায়েন থাকে ৩৩ জন CRPF কম্যান্ডো। সঙ্গে থাকে ছয় জন বন্দুকধারী জওয়ানও। কিন্তু এবার ভারত পাক সংঘাতের মাঝেই বিদেশমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিলো কেন্দ্র সরকার। সম্প্রতি ব্রিটেনে গিয়ে খালিস্তানি চরমপন্থীদের হামলার মুখে পড়েছিলেন বিদেশমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File