KKR vs LSG | নিরাপত্তা দেওয়া নিয়ে সমস্যা, কলকাতার ইডেন থেকে সরে গেলো কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ!
Thursday, March 20 2025, 1:26 pm

নিরাপত্তার সমস্যার জেরে ইডেন গার্ডেন্স থেকে সরতে চলেছে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ।
যেমনটা আশঙ্কা ছিল তেমনটাই হলো। নিরাপত্তার সমস্যার জেরে ইডেন গার্ডেন্স থেকে সরতে চলেছে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। তবে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। ৬ এপ্রিল ইডেনে লখনউ বনাম কলকাতা ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিনই রামনবমী। ফলে শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরোতে চলেছে। ফলে কলকাতা পুলিশ আগেই জানিয়ে দিয়েছিলো, ওই দিন ইডেনে ম্যাচের জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সূত্রের খবর, হয়তো গুয়াহাটিতে খেলা হতে পারে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ।
- Related topics -
- শহর কলকাতা
- খেলাধুলা
- ক্রিকেট
- আইপিএল ২০২৫
- আইপিএল
- আইপিএল
- কেকেআর
- কলকাতা নাইট রাইডার্স
- লখনউ সুপার জায়ান্ট
- ইডেন গার্ডেন
- কলকাতা পুলিশ