IND-BAN Border | হাসিনার রায়দানের পর ফের উত্তপ্ত বাংলাদেশ, বাড়ানো হলো ‘চিকেনস নেকে’র নিরাপত্তা!

থার্মাল ক্যামেরা, নাইটভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে চালানো হচ্ছে নজরদারি।
বাংলাদেশে জুলাই বিক্ষোভে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এরপরেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে ওপার বাংলা। এই আবহে বাড়ানো হলো উত্তরবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা। থার্মাল ক্যামেরা, নাইটভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে চালানো হচ্ছে নজরদারি। বাড়ানো হয়েছে BSF টহলদারি। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা ‘চিকেনস নেকে’র নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। মঙ্গলবার থেকে ওই ইউনিটের তৎপরতাও বেড়েছে বলে খবর।
