Telangana | পরপর বাঘের হামলা! জারি করা হল ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা
পরপর বাঘের হামলার কারণে ১৬৩ ধারা জারি করা হলো তেলেঙ্গানার কে এম আসিফবাদ জেলার সিরপুর কাগজনগরে।
পরপর বাঘের হামলার কারণে ১৬৩ ধারা জারি করা হলো তেলেঙ্গানার কে এম আসিফবাদ জেলার সিরপুর কাগজনগরে। সপ্তাহ দুয়েক আগে মহারাষ্ট্র থেকে তেলঙ্গানায় এসেছিল বাঘটি। সেই বাঘটিই গত শুক্রবার হামলা করে এক যুবতীর ওপর, মৃত্যু হয় তার। এরপর শনিবার, ওই বাঘের হামলায় গুরুতর আহত হয়েছেন এক কৃষক। এরপরই গোটা মহকুমা জুড়ে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (জমায়েত নিষিদ্ধ) জারি করা হয়েছে। গ্রামের বাসিন্দাদের আপাতত ক্ষেত ও বনাঞ্চলে যেতে নিষেধ করা হয়েছে। বাঘটিকে ধরার জন্য বন দফতর থেকে ১০টি দল তৈরি করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- তেলেঙ্গানা সরকার
- বাঘ