Gaza War | দ্বিতীয় দফা যুদ্ধবিরতিতে 'না', ইজরায়েলি বোমারু বিমান হামলায় গাজায় নিহত অন্তত ৪৩৩
Wednesday, March 19 2025, 2:24 pm
Key Highlightsগতকাল বিকেল ৫টা নাগাদ স্পষ্ট হয়ে যায়, এখনই দ্বিতীয় দফার যুদ্ধবিরতি হচ্ছে না। এর পরপরই গাজায় শুরু হয় বিমানহানা। গত ৩০ ঘণ্টা ধরে লাগাতার বিমানহানা চলছে।
১লা মার্চ প্রথম যুদ্ধবিরতি শেষ হয়েছিল। তারপর আর যুদ্ধবিরতির পথে হাটেনি ইজরায়েল। গত দু সপ্তাহের আলাপ আলোচনাতেও সমাধান বেরোয়নি। গতকাল বিকেলে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি হচ্ছে না খবর পেতেই গাজায় বিমানহামলা শুরু করে ইজরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ। তাদের দাবি গাজায় এখনও অনেক এলাকায় বাসিন্দাদের উচ্ছেদ করে সেফ শেল্টার জোনে গা ঢাকা দিয়ে রয়েছে হামাস সদস্যরা। এদের খতম করতেই এই বিমানহানা। আন্তর্জাতিক মিডিয়ার সূত্রে খবর, নতুন বিমানহানায় অন্তত ৪৩৩ জন নিহত হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- গাজা
- যুদ্ধবিমান
- বিমান হামলা
- ইজরায়েল
- যুদ্ধ
- বিমান

