Monkeypox | ভারতে ফের মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ! এই নিয়ে এমপক্সে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির খোঁজ মিলল কেরালা
আরব থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন কেরালার ওই বাসিন্দা। তখন মাঙ্কিপক্স ভাইরাসের টেস্ট করানো হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে।
ভারতে দ্বিতীয় মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ। আরব থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন কেরালার ওই বাসিন্দা। তখন মাঙ্কিপক্স ভাইরাসের টেস্ট করানো হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। এর পর ওই ব্যক্তিকে এর্নাকুলামের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্স ভাইরাসকে পাবলিক হেলথ এমার্জেন্সি হিসাবে চিহ্নিত করেছে। গোটা বিশ্বে প্রায় ১২০টি দেশে এই ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এর আগে কেরালার আরেক ব্যক্তির শরীরে এমপক্স ভাইরাসে খোঁজ মিলেছিল।
- Related topics -
- স্বাস্থ্য
- মাঙ্কিপক্স
- ভারত
- দেশ
- কেরল