টেকনোলজিখুচরো ব্যবসা কিনে নেওয়ায় সবুজ সঙ্কেত, সেবির ছাড়পত্র পেল রিলায়্যান্স
প্রায় দেড় বছরের আইনি লড়াইয়ে জেফ বেজোসকে হারিয়ে জিতলেন মুকেশ অম্বানী। ২৪ হাজার ৭৪১ কোটি টাকায় ‘ফিউচার গ্রুপ’-এর খুচরো ব্যবসা কিনে নেওয়ায় সবুজ সঙ্কেত দিল সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া। মুকেশ অম্বানীর সংস্থা রিলায়েন্সের এই ‘ডিল’-এর বিরুদ্ধে আইনি পথে লড়াই করছিল জেফ বেজোসের সংস্থা ‘অ্যামাজন’। ২০১৯ সালের অগস্টে সিঙ্গাপুরের সংস্থা ‘ফিউচার গ্রুপ’-এর খুচরো ব্যবসা কিনে নেওয়ার চুক্তি হয়েছিল রিলায়্যান্সের সঙ্গে। কিন্তু অ্যামাজন তাতে আপত্তি তুলে দাবি করে, এই চুক্তি অবৈধ। কারণ আগে থেকেই তাদের সঙ্গে চুক্তি রয়েছে ফিউচার গ্রুপের। এই দাবিতে দিল্লি হাইকোর্ট এবং ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইবুনাল-র দ্বারস্থ হয়েছিল অ্যামাজন।