SEBI | প্রতারণার অভিযোগে শিল্পপতি অনিল আম্বানিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল SEBI

Friday, August 23 2024, 8:25 am
SEBI | প্রতারণার অভিযোগে শিল্পপতি অনিল আম্বানিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল SEBI
highlightKey Highlights

প্রতারণার অভিযোগে অনিল আম্বানিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল SEBI


প্রতারণার অভিযোগে অনিল আম্বানিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল SEBI পাশাপাশি রিলায়েন্স হোম ফাইনান্সের প্রাক্তন কর্তাকে ২৫ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। সেবির তরফে জানানো হয়েছে, রিলায়েন্স হোম ফাইনান্সের কয়েকজন শীর্ষ কর্তা, অনিল আম্বানি এবং অন্য ২৪টি সংস্থাকে সরকারি নিয়ম না মেনে প্রতারণার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনিল আম্বানি পাঁচ বছর সিকিউরিটিজ মার্কেটের সঙ্গে কোনওভাবে যুক্ত থাকতে পারবেন না। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার তালিকাভুক্ত পাবলিক কোম্পানির কোনও পদেও থাকতে পারবেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File