SEBEX 2 । TNT-র থেকেও দু'গুণ শক্তিশালী বিস্ফোরক তৈরি করল ভারত! এই SEBEX 2 পরমাণু বোমা বাদ দিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী বিস্ফোরক!

Monday, July 1 2024, 7:59 am
SEBEX 2 । TNT-র থেকেও দু'গুণ শক্তিশালী বিস্ফোরক তৈরি করল ভারত! এই SEBEX 2 পরমাণু বোমা বাদ দিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী বিস্ফোরক!
highlightKey Highlights

ভারতীয় নৌসেনায় সাফল্য। টিএনটি থেকেও দু'গুণ শক্তিশালী বিস্ফোরক তৈরি করল ভারত।


ভারতীয় নৌসেনায় সাফল্য। টিএনটি থেকেও দু'গুণ শক্তিশালী বিস্ফোরক তৈরি করল ভারত। রিপোর্ট অনুযায়ী, SEBEX 2-র সফল পরীক্ষা করে ভারতীয় নৌসেনা। উল্লেখ্য, পরমাণু বোমা বাদ দিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী বিস্ফোরক এই SEBEX 2। এটি টিএনটি-র থেকে ২.০১ গুণ বেশি শক্তিশালী। ইকোনমিক এক্সপ্লোজিভ লিমিটেডের তৈরী করা এই উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকটি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী অ-পারমাণবিক বিস্ফোরক। এছাড়াও SITBEX 1 নামক থার্মোবেরিক বিস্ফোরকেরও পরীক্ষা চালায় ভারতীয় নৌসেনা। সেই বিস্ফোরকটিকেও অনুমোদন দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File