Sebaashray | বিনামুল্যে মিলবে চিকিৎসা, ডায়মন্ড হারবার মডেলে এবার ‘সেবাশ্রয়’ বারাকপুরেও!

Thursday, December 4 2025, 11:27 am
highlightKey Highlights

আমজনগণকে নিখরচায় চিকিৎসা দিতে ডায়মন্ড হারবার মডেলে বারাকপুর সংসদীয় এলাকাতেও শুরু হবে ‘সেবাশ্রয়’ পরিষেবা।


আমজনগণকে নিখরচায় চিকিৎসা দিতে ডায়মন্ড হারবার মডেলে বারাকপুর সংসদীয় এলাকাতেও শুরু হবে ‘সেবাশ্রয়’ পরিষেবা। বারাকপুরের তৃণমূল সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিক ঘোষণা করেন, আগামী ৫ জানুয়ারি বারাকপুরে সংসদীয় এলাকার অন্তর্গত বীজপুর বিধানসভার হালিশহর থেকে ‘বারাকপুর সেবাশ্রয়’ এর শিবির চালু হবে। সংসদীয় কেন্দ্রের বাকি ৬টি বিধানসভাতেও এই শিবির অনুষ্ঠিত হবে। ডায়মন্ড হারবারে ইতিমধ্যেই এই স্বাস্থ্য শিবির সফল হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File