Kolkata Metro | এপ্রিলেই শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে গড়াবে মেট্রোর চাকা? কবে হবে উদ্বোধন?

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের শেষ ২.৬ কিলোমিটার অংশের ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী মোদি!
এপ্রিলেই উদ্বোধন হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশের? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ এপ্রিল ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের শেষ ২.৬ কিলোমিটার অংশের ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী মোদি! প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেটুকু কাজ বাকি আছে, সেটা যাতে কয়েকদিনের মধ্যেই শেষ করে ফেলা যায়, সেজন্য আলোচনা সেরেছেন মেট্রো রেল ও দায়িত্বপ্রাপ্ত এজেন্সি KMRCL শীর্ষকর্তারা। যদিও বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।