AC Local Train | শিয়ালদহ–কল্যাণী এসি লোকাল চালু রেলের, একনজরে দেখে নিন টাইমটেবিল

শিয়ালদহ কল্যাণী এসি লোকালটি চালু হতে চলেছে ৪ ডিসেম্বর থেকে এবং শিয়ালদহ কৃষ্ণনগর এসি লোকালটি রবিবারেও চলা শুরু করবে ৭ ডিসেম্বর থেকে।
৪ ডিসেম্বর থেকে শিয়ালদহ কল্যাণী এসি লোকাল চালু হতে চলেছে। ট্রেনটি সোম থেকে শনিবার পর্যন্ত চলবে। শিয়ালদহ থেকে ট্রেনটি রওনা দেবে বিকেল ৩টে ৩৫ মিনিটে। তা কল্যাণীতে পৌঁছবে বিকেল ৪টে ৫২ মিনিটে। কল্যাণী থেকে ট্রেনটি রওনা দেবে বিকেল ৫টা ২ মিনিটে এবং তা শিয়ালদহে এসে পৌঁছবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। এ বার থেকে রবিবারেও চলবে শিয়ালদহ কৃষ্ণনগর এসি লোকাল। রবিবার ট্রেনটি শিয়ালদহ থেকে রওনা দেবে সকাল ১১টা ৫৫ মিনিটে। কৃষ্ণনগর থেকে ফেরার জন্যে রওনা দেবে বিকেল ৪টা ৫ মিনিটে।
