রাজ্য১৫ জানুয়ারি রাত ১১টা থেকে ১৯জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা ফ্লাইওভার
শিয়ালদার বিদ্যাপতি উড়ালপুলের নিচ দিয়ে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল। সেই কাজের জন্য ১৫ জানুয়ারি রাত ১১টা থেকে ১৯জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত বন্ধ কলকাতার অন্যতম ব্যস্ত এই ফ্লাইওভার। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, শিয়ালদা ফ্লাইওভার বন্ধ থাকাকালীন দক্ষিণ কলকাতার দিক থেকে আসা গাড়িগুলি এজেসি বোস রোড হয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছবে। উত্তর থেকে শিয়ালদা স্টেশনগামী গাড়িগুলি রাজাবাজার ক্রসিং থেকে নারকেলডাঙা মেন রোড, ফুলবাগান, বেলেঘাটা হয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছবে। উত্তরমুখী গাড়িগুলি মৌলালি থেকে এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড হয়ে যাবে। দক্ষিণমুখী গাড়িগুলি মানিকতলা থেকে আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লেনিন সরণি হয়ে যাবে।