Eastern Railway | চলতি মাসেই নতুন দুটি AC লোকাল রেক পাবে শিয়ালদহ ডিভিশন! ট্রায়াল ও সার্ভের পর চলবে ট্রেন দুটি!
Wednesday, March 12 2025, 2:24 pm

মুম্বই, চেন্নাইয়ের পর এবার বাংলা পেতে চলেছে দুটি নতুন এসি লোকাল রেক!
মুম্বই, চেন্নাইয়ের পর এবার বাংলা পেতে চলেছে দুটি নতুন এসি লোকাল রেক! রেল সূত্রে খবর, চলতি মাসেই দুটি রেক এসে পৌঁছতে পারে শিয়ালদহ ডিভিশনে। তারপর প্রয়োজনীয় ট্রায়াল ও সার্ভের পর ট্রেন দুটি চলবে বলে খবর। প্রথম ধাপে দুটি ১২ কোচের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রেক আসতে চলছে। নতুন ট্রেন দুটি সবোর্চ্চ ১১০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। চলবে ২৫ কেভি ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরে। প্রতিটি কামরা একে অপরের সঙ্গে যুক্ত থাকবে। তবে এই দুটি রেক এখন কোন রুটে, কখন চলবে তা এখনও ঠিক হয়নি বলে খবর।