Digha Food Festival | দিঘায় চলছে সি ফুড ফেস্টিভ্যাল, ভেটকি থেকে ইলিশ, কাঁকড়া থেকে চিংড়ি, রয়েছে লোভনীয় সব পদ

Friday, January 17 2025, 12:00 pm
highlightKey Highlights

দিঘায় মোহনায় শুরু সি ফুড ফেস্টিভ্যাল। সঙ্গে রয়েছে সামুদ্রিক জানা অজানা মাছের প্রদর্শনী।


বুধবার আনুষ্ঠানিকভাবে দিঘায় শুরু হয়েছে 'সি ফুড ফেস্টিভ্যাল'। এবছর এই ফেস্টিভ্যাল পড়লো ২৫ বছরে অর্থাৎ সিলভার জুবিলিতে। প্রতিবছর গঙ্গা পুজো ও মেলা উপলক্ষে এই ফেস্টিভ্যাল হয়। এটি চলবে টানা ৬ দিন। এই উৎসবে মোট ৪০টি পদ চেখে দেখার সুযোগ রয়েছে মৎস্যপ্রেমীদের সামনে। ভেটকি পাতুরি, চিংড়ির কাটলেট, টাইগার কাটলেট, কাঁকড়া মশালা'র মতো সামুদ্রিক মাছের নানা পদের পসরা বসেছে মেলায়। উৎসবের প্যান্ডেলেও সাজানো হয়েছে মাছের আকারে। মাছভক্তরা নিঃর্দ্বিধায় ঢুঁ মারতে পারেন সেখানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File