Katwa | স্কুলের মধ্যেই চলছে শ্রাদ্ধ বাড়ির রান্না! স্কুলেই নিমন্ত্রিতদের খাওয়ানোর পরিকল্পনা! তাজ্জব ঘটনা কাটোয়াতে

Tuesday, December 3 2024, 10:24 am
highlightKey Highlights

কাটোয়ার গাফুলিয়া দাস পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ধরা পড়লো এই চিত্র।


স্কুলেই চলছে শ্রাদ্ধ বাড়ির রান্না! এমনকী, নিমন্ত্রিতদের স্কুলেই খাওয়ানো হতো বলে খবর। কাটোয়ার গাফুলিয়া দাস পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ধরা পড়লো এই চিত্র। জানা গিয়েছে, মঙ্গলবার এই স্কুলেই সকাল থেকে চলছিল এলাকার এক শ্রাদ্ধ বাড়ির রান্না। এদিকে, স্কুলের সময় হওয়ায় ধীরে ধীরে পড়ুয়ারা আসতে শুরু করে। হয়তো ঠিক করা হয়েছিল, স্কুলের একদিকে চলবে ক্লাস, আর অন্যদিকে চলবে শ্রাদ্ধ বাড়ির রান্না। তবে এলাকাবাসী মারফৎ সেই খবর পৌঁছয় সংবাদ মাধ্যমের কাছে। স্কুলের প্রধান শিক্ষক ভুল শিকার করে নেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File