অর্থনৈতিক

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার জাল হ্যাকারদের

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার জাল  হ্যাকারদের
Key Highlights

প্রতারকদের হাত থেকে গ্রাহকদের ফের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি ব্যাঙ্কের ১৫০ জন গ্রাহকের প্রায় ৭০ লক্ষ টাকা উধাও হয়ে যায়। তারপরই দেশের বৃহত্তম ব্যাঙ্ক আমানতকারীদের সাবধান করে দিল। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ৪ টি অ্যাপ ডাউনলোড করেই এই ঝুঁকির মুখে পড়তে হয়েছে গ্রাহকদের। এই অ্যাপগুলি হল Anydesk, Quick Support, Teamviewer ও Mingleview। গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হওয়ার পরই চারটি অ্যাপ নিয়ে চিন্তা বেড়েছে কর্তৃপক্ষের। ইতিমধ্যে এই অ্যাপগুলি মোবাইল থেকে আন ইনস্টল করতে বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।