Sayani Das | সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে ‘দ্য স্ট্রেইট অফ জিব্রাল্টার’ পারের খেতাব জয় কালনার বঙ্গকন্যা সায়নী দাসের

Tuesday, November 11 2025, 5:33 am
highlightKey Highlights

বিশ্বে সর্বকনিষ্ঠ ও দ্রুততম মহিলা সাঁতারু হিসাবে ওয়েটস্যুট ছাড়া নর্থ চ্যানেল জয় করলেন তিনি।


বাংলার মুকুটে নয়া পালক কালনার ষষ্ঠ সিন্ধু জয়ী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাঁতারু সায়নী দাসের। বিশ্বে সর্বকনিষ্ঠ ও দ্রুততম মহিলা সাঁতারু হিসাবে ওয়েটস্যুট (চ্যানেলের জলে সাঁতারুদের শরীর গরম রাখে এমন পোশাক) ছাড়া নর্থ চ্যানেল জয় করলেন তিনি। দু-দিন আগেই স্ট্রেইট অফ জিব্রাল্টার সুইমিং অ্যাসোসিয়েশন জানিয়েছেন, এই সেশনে মাত্র ৩ ঘন্টা ৫১ মিনিটে ১৫.২ কিমি ভয়াল ভয়ঙ্কর জিব্রাল্টার জয় করেছেন সায়নী। এই নিয়ে ছটি চ্যানেল জয়ের নজির গড়লেন সায়নী। এখন সপ্তসিন্ধু জয়ে শুধু বাকি রইল জাপানের সুগারু চ্যানেল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File