Saudi T20 League | টি-টোয়েন্টি লিগ শুরু করতে চায় সৌদি আরব, পাশে দাঁড়ালো না BCCI ও ECB!

Thursday, June 26 2025, 1:32 pm
Saudi T20 League | টি-টোয়েন্টি লিগ শুরু করতে চায় সৌদি আরব, পাশে দাঁড়ালো না BCCI ও ECB!
highlightKey Highlights

বিল:ড়াক্ষেত্রে দাপট বাড়াতে এবার নিজেদের ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট টুর্নামেন্ট তৈরী করতে আগ্রহী সৌদি আরব।


ক্রীড়াক্ষেত্রে দাপট বাড়াতে এবার নিজেদের ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট টুর্নামেন্ট তৈরী করতে আগ্রহী সৌদি আরব। কিন্তু তাতে সাহায্য করবে না বলে জানিয়ে দিল BCCI ও ECB। জানা গিয়েছে,সৌদি টি টোয়েন্টি লিগ নামে একটি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে সৌদি আরব সরকারের নিয়ন্ত্রণাধীন SRJ স্পোর্টস। কিন্তু টি টোয়েন্টি লিগ শুরু করার বিষয়ে খুশি নয় ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। ফলে দুই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের প্লেয়ারদের সৌদি টি টোয়েন্টি লিগ খেলার জন্য কোনও অনাপত্তির শংসাপত্র বা NOC দেবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File