খেলাধুলা

National Yoga Competition 2025 | অভাবেও দমেনি অদম্য ইচ্ছা! জাতীয় যোগা প্রতিযোগিতায় সোনা ও রুপো জয় কালনার সাথী!

National Yoga Competition 2025 | অভাবেও দমেনি অদম্য ইচ্ছা! জাতীয় যোগা প্রতিযোগিতায় সোনা ও রুপো জয় কালনার সাথী!
Key Highlights

জাতীয় যোগা প্রতিযোগিতায় সোনা ও রুপোর পদক জয় করে বাংলার মুখ উজ্জ্বল করলেন কালনার দরিদ্র পরিবারের সাথী মণ্ডল।

বাবা পেশায় টোটোচালক, মা বেসরকারি নার্সিংহোমে কাজ করেন। তবে অভাব থাকলেও দমেনি অদম্য ইচ্ছা। জাতীয় যোগা প্রতিযোগিতায় সোনা ও রুপোর পদক জয় করে বাংলার মুখ উজ্জ্বল করলেন কালনার দরিদ্র পরিবারের সাথী মণ্ডল। পাশাপাশি পেলেন ২০২৬ সালে দেশের হয়ে জাপানে যাওয়ার ছাড়পত্রও! সাথীর মা বলেন, 'মেয়ের সাফল্যে আমি খুবই গর্বিত। রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই ঘোষণা করেছেন জাতীয় স্তরে খেলাধুলায় যারা স্বর্ণপদক পাবে তাদের ৩ লক্ষ টাকা ও একটি চাকরি দেওয়া হবে। আমরা এখন সেই আশাতেই রয়েছি। আমাদের দুঃখের দিন কিছুটা হলেও ঘুচবে।'