Satadru Dutta | শতদ্রুর ২২ কোটি টাকা ফ্রিজ! মেসি-কান্ডে কালো টাকার খোঁজে বাড়ি তল্লাশি তদন্তকারীদের
Saturday, December 20 2025, 3:56 pm
Key Highlightsশতদ্রুর বাড়িতে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর অ্যাকাউন্টে ২২ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে।
যুবভারতী কাণ্ডে নয়া মোড়। শুক্রবার মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সূত্রের খবর, এদিন ব্যাঙ্ক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে শতদ্রুর অ্যাকাউন্টে ২২ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এছাড়াও ২৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। পুলিশি জেরায় শতদ্রু জানিয়েছেন, “ভারত সফরের জন্য মেসিকে ৮৯ কোটি টাকা দেওয়া হয়। আর কর বাবদ ১১ কোটি টাকা দেওয়া হয়েছিল ভারত সরকারকে।”
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- সল্টলেক স্টেডিয়াম
- শতদ্রু দত্ত ইনিসিয়েটিভ
- পুলিশ
- রাজ্য পুলিশ
- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- ফুটবল লেজেন্ড
- লিওনেল মেসি
- আর্থিক প্রতারণা

